![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2020/01/21/650x365/99-99.jpg)
রোমে শীতকালীন পিঠা উৎসব
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ২০:১২
বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ শীতের বিভিন্ন স্বাদের পিঠা নিয়ে পালিত হলো শীতকালীন পিঠা উৎসবের। ইতালির রোমে গত রোববার নব জাগরণ নারী কল্যান সমিতির আয়োজনে এ উৎসব পালন করা হয়। সংগঠনের সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিপি আক্তারের সঞ্চালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। তার স্ত্রী পারভীন তাহমিনা এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব জাগরণ নারী কল্যাণ সমিতি ও রোমের সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য প্রবাসীঅ…
- ট্যাগ:
- প্রবাস
- পিঠা উৎসব
- শীতকালীন খাবার
- রোম