দাপুটে জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৭:৪৫
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপের সুপার লিগ তথা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলো টাইগার যুবারা। স্কটিশদের দেয়া ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ১০ রানে শামীম হোসেন ফেরার পর পারভেজ হোসেন আউট হন ২৫ করে। মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা দেখা দেয় টাইগার শিবিরে। তবে বাকি পথে আর কোনো অঘটন ঘটতে দেননি তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। দুজনের অপরাজিত ৫৬ রানের জুটিতে ৩ উইকেটে হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তৌহিদ ১৭ ও জয় ৩৫ রানে অপরাজিত থাকেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে