আহা রে!
যতবার পদ্মা পেরিয়ে দক্ষিণের দিকে গেছি, পারলে থেমেছি তার কাছে। শতবর্ষ ঠায় দাঁড়িয়ে আছে—বিরাট তার বিস্তার, গভীর তার শিকড়, অঢেল তার ছায়া। কতজন এখানে ছোটবেলায় এসেছেন। তারপর বড় হয়ে সন্তানকেও দেখিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমাদের দেশে শতবর্ষ কিছুই বাঁচে না যেন। না মানুষ, না প্রতিষ্ঠান, না আদর্শ, না স্বপ্ন। লিখেছেন ফারুক ওয়াসিফ