অপশাসন থেকে মুক্তি পেতে ধানের শীষে ভোট দিন: খন্দকার মোশাররফ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেছেন, `মজলুম জনতার উপর দুঃশাসন চলছে। এই অন্যায়, অপশাসনের কবল থেকে রক্ষা পেতে ১ ফেব্রুয়ারি ঢাকাবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।’মঙ্গলবার সিটি নির্বাচনী প্রচারণার ১২ তম দিনে ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম মঞ্জু, গিয়াস উদ্দিন আহমেদ, নবীউল্লাহ নবী, এসএম জিলানি, আবু নাসের মোহাম্মদ রাহমতুল্লাহ, তানভির আহমেদ রবিন, শরিফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.