পাহাড়ের গায়ে আগুনের ঝর্ণা!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৬:১১
পাহাড় বেয়ে নেমে আসছে তরল লাভার স্রোত। তবে খুব ভালো করে দেখলে বোঝা যায় তরল লাভা নয়, বরং আগুনের কোনো নদী। সম্প্রতি এমন টুইটারে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ক্যালিফোর্নিয়ার ইসোমাইট ন্যাশনাল পার্কে হর্স টেল জলপ্রপাতের। এই জলপ্রপাতের বিশেষত্ব হল ফেব্রুয়ারির দুই সপ্তাহে দিনের একটি সময়ে আগুনের আকার নেয় জলপ্রপাতটি। বিশেষজ্ঞদের মতে সূর্যের আলো সমকোণে ওই জলপ্রপাত পড়লে জলের রঙ আগুনের মতো হয়ে যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জটিল
- আগুন
- ঝর্ণা
- পাহাড়ি ঝর্ণা