![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F01%2F21%2Finterpole-chief.jpg%3Fitok%3D0SXWOGTa)
ঘুষ নেওয়ার অপরাধে ইন্টারপোলের সাবেক প্রধানের কারাদণ্ড
এনটিভি
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৬:০৫
ঘুষ নেওয়ার অভিযোগে ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউআইকে আজ মঙ্গলবার সাড়ে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। ইন্টারপোলের প্রথম কোনো চীন বংশোদ্ভূত প্রধানের দায়িত্ব পালনকালে, ২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীনে সফরকালে গায়েব হয়ে যান মেং হোংউআই। পরে মেং হোংউআইকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে আটকে রাখা হয় বলে নিশ্চিত করে চীন। মেং হোংউআই ২০ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এরপর চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনের একটি আদালত ৫৬-বছর-বয়সী মেং হোংউআইকে দুই লাখ ৮৯ হাজার ৫৪০ মার্কিন ডলার জরিমানা প
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারাদণ্ড
- ইন্টারপোল
- চীন