দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ আজ খেলতে নেমেছে স্কটল্যান্ডের বিপক্ষে। টস হেরে ফিল্ডিংয়ে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে লাল-সবুজ যুবারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড।