শিং মাছ চাষ পদ্ধতির পরিবর্তনে মিলছে সাফল্য
বণিক বার্তা
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৩:১৩
এক সময় গ্রামবাংলার পরিচিত একটি মাছ ছিল শিং। নদী, পুকুর, খাল, বিলে প্রাকৃতিকভাবেই শিং মাছ পাওয়া যেত। সময়ের সঙ্গে সঙ্গে এ মাছের এসব প্রাকৃতিক উৎস সংকুচিত হয়ে এসেছে। শিং এখন পরিচিতি পেয়েছে চাষের মাছ হিসেবে। দেশের বিভিন্ন প্রান্তে অনেক মত্স্যচাষী বাণিজ্যিকভাবে শিং মাছ চাষাবাদ করছেন। অনেকেই প্রচলিত পদ্ধতিতে একই পুকুরে শিং মাছের সঙ্গে অন্য মাছও চাষ করেন। তাদের লক্ষ্য থাকে অল্প সময়ের মধ্যে একই পুকুর থেকে অধিক আয় করা। তবে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে একটি পুকুরে শুধু শিং মাছ চাষ করলে আরো বেশি আয় করা সম্ভব। এজন্য রয়েছে নতুন একটি পদ্ধতি। এরই মধ্যে এ পদ্ধতি প্রয়োগ করে সফলতা পেয়েছেন কয়েকজন মাছচাষী। তাদের পথ ধরে ধীরে ধীরে দেশজুড়ে জনপ্রিয় হচ্ছে শিং মাছের নতুন এ চাষ পদ্ধতি।