You have reached your daily news limit

Please log in to continue


১৭ বছর বয়সী এ পেসার কি ঘণ্টায় ১৭৫ কিমি গতি তুলেছেন?

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে লঙ্কান পেসার মাথেসা পাথিরানার একটি ডেলিভারির গতি উঠেছে ঘণ্টায় ১৭৫ কিমি। স্পিডগানে কারিগরি ত্রুটি ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠলেও আইসিসি এখনো এ নিয়ে কিছু বলেনি দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার আগেই আলাদা করে নজর কেড়েছেন শ্রীলঙ্কান পেসার মাথেসা পাথিরানা। ইন্টারনেটে তাঁর বোলিং অ্যাকশন দেখে ‘নতুন মালিঙ্গা’ তকমা দিয়েছেন অনেকে। ৬ ফুট উচ্চতার এ পেসারের অ্যাকশন অবিকল মালিঙ্গার মতোই, মারতে পারেন টানা ইয়র্কারও। এবার যুব বিশ্বকাপেও অ্যাকশন দিয়ে আলোচনায় উঠে এসেছেন ১৭ বছর বয়সী এ পেসার। তবে পরশু ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পাথিরানা সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন অন্য কারণে। স্পিডগানে তার একটি ডেলিভারির গতি উঠেছে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার! ভ্রুকুটির আগে ঘটনাটা জেনে নেওয়া ভালো। ব্লুমফন্টেইনে ভারতের যুবাদের কাছে শ্রীলঙ্কার হারের পাথিরানার ডেলিভারিটি আলোচনার জন্ম দেয়। ভারতের ইনিংসে চতুর্থ ওভারে তার পঞ্চম ডেলিভারিটি ওয়াইড দেন আম্পায়ার। স্কোরবোর্ডের পাশে রাখা স্পিডগানে সে ডেলিভারিটির গতি ওঠে ১৭৫ কিমি (ঘণ্টায় ১০৮ মাইল)। এতে চক্ষু চড়কগাছ হওয়াই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটের সব পর্যায়ে সবচেয়ে দ্রুততম ডেলিভারির রেকর্ড এখনো শোয়েব আখতারের দখলে। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করেছিলেন পাকিস্তানি কিংবদন্তি।অথচ শোয়েবকে বড় ব্যবধানে টপকে গেলেন কি না, এক কিশোর!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন