![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/Inter-seabird-us-coast-pic-2001201029.jpg)
সমুদ্র সৈকতে পাখিদের মৃত্যুর মিছিল!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১৬:২৯
সৈকতে পড়ে আছে শত শত সামুদ্রিক পাখির মৃতদেহ। গত এক বছরে কমপক্ষে ১০ লাখ কমন মুর পাখির মৃত্যুর করুণ দৃশ্যের সাক্ষী হলেন উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কার উপকূল পর্যন্ত কমন মুর নামে সামুদ্রিক পাখির মৃত্যুর এই মিছিল দেখা গেছে।