কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি তোলতে গিয়ে সেতু ভেঙে নদীতে, ৯ জনের মৃত্যু

নয়া দিগন্ত প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১৬:১৭

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে লোকারণ্য থাকা অবস্থায় একটি পদচারী সেতু ভেঙে পড়েছে এবং বেশ কয়েকজন খরস্রোতা নদীতে পড়ে ডুবে গেছে বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার বিকালে বেংকুলু রাজ্যের কৌর জেলায় ভেঙে পড়া ওই সেতু থেকে ২০ কিলোমিটার (১২ দশমিক ৪ মাইল) পর্যন্ত নদী থেকে এ পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান উজাং সিয়াফিরি জানান, উদ্ধারকারীরা নিখোঁজ থাকা ১৪ বছর বয়সী এক কিশোরকে এখনও খুঁজছে যার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কৌর জেলার কাছে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ঘুরে আসার পথে প্রায় ৩০ জনের একটি দল খরস্রোতা নদীর ছবি তোলার জন্য ওই সেতুর ওপর থেমেছিল, যাদের বেশিরভাগই কিশোর-কিশোরী। ছবি তোলার সময় সেতুটি দোলানোর কারণে বা ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় সেটি ভেঙে পড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান উজাং সিয়াফিরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও