ঝড় কি বলেকয়ে আসে!

ইত্তেফাক অরুণ কুমার বিশ্বাস প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১৬:০৬

নেতা কিংবা অভিনেতা। ভেবে দেখলাম, এদের দুই জনকেই আমার বেশ পছন্দ। শুধু পছন্দই বা বলি কেন, ব্যাপক ভালো লাগে আমার এই দুই শ্রেণির পাবলিককে। বস্তুত, এদের ছাড়া আমার চলেই না। একটু ভেবে দেখুন, অভিনেতা না হলে এখন চলে! সেই কবে ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র বলে গেছেন, জীবন নাকি স্রেফ একটা নাট্যমঞ্চ, সেখানে চাই বা না-চাই, প্রত্যেককে কিছু না কিছু একটা ভূমিকায় অভিনয় করতেই হয়। অভিনয় ছাড়া জীবন চলে না। সোজাসাপটা কথা যারা বলে, তারাই মূলত ফাঁসে। বউয়ের জালে বা বসের চালে। যারা এই জিনিস জানে না, তারা ধরা খায়, হুমদো হাতির মতো যেখানে-সেখানে হুমড়ি খেয়ে পড়ে। তারপর আর উঠে দাঁড়াবার মতো তাগত পায় না। প্রপাত চিতপটাং! গেম ফিনিশ!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও