‘বেকারি’ সাবলম্বী করছে গ্রামের মহিলাদের
এইসময় (ভারত)
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১৪:৪৪
24pargana news: সকলে জোট বেঁধে তৈরি করেছেন স্বনির্ভর গোষ্ঠী। সেই গোষ্ঠীর মাধ্যমেই বাজার থেকে আটা, ময়দা, চিনি, সুজি কিনে আনেন। তৈরি করেন কাঠিগজা, ঝুরিভাজা, চানাচুর, ক্রিমরোল। তাতে মাস গেলে কিছু বাড়তি রোজগার হয়। সেই টাকায় চলে ছেলেমেয়েদের পড়াশুনা আর নিজেদের ছোটখাটো ইচ্ছেপূরণ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বেকারত্ব
- সাবলম্বী
- ভারত