চীনের ‘স্কাই আই’ খুঁজছে মহাবিশ্বের জন্ম রহস্য
সমকাল
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১১:১৬
বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ চীনের ফাস্ট টেলিস্কোপ মহাবিশ্বের জন্ম রহস্য খোঁজার চেষ্টা করছে। চীনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ের ওপর বসানো হয়েছে টেলিস্কোপটি, বিশাল ধাতব শরীর নিয়ে যা আকাশের দিকে তাকিয়ে রয়েছে।