
ডার্বির রং সবুজ-মেরুণ, 'প্রতিবাদের' ম্যাচ ২-১ গোলে হারল লাল-হলুদ!
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ২০:১৯
news: বছরের প্রথম ডার্বি শুধু জেতা নয়, দাপটের সঙ্গে জয় ছিনিয়ে আনল সবুজ-মেরুণ শিবির। প্রথম ৭০ মিনিট দাঁতই ফোটাতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। অবশেষে ম্যাচের ৭১ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে গোল করেন ইস্টবেঙ্গেলর মার্কোস। এরপরই জ্বলে ওঠে ইস্টবেঙ্গল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক