জুনের মধ্যেই বদলে যাচ্ছে জাফলং!
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৩
                        
                    
                জাফলং ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। অবকাঠামোগত উন্নয়নসহ রাস্তাঘাট, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি করা সহ এখন ভ্রমণকারীদের পদচারণায় মুখরিত জাফলং।পর্যটকরাও দারুণ খুশি এই পরিবর্তনে। মাত্র কয়েকদিন আগের কথা, পর্যটকরা জাফলং বেড়াতে এসে যাতায়াতসহ দুর্বিসহ যন্ত্রণার অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যেতেন। এ অবস্থার আমূল পরিবর্তন এসেছে এখন। ফলে বেড়াতে এসে এখন উৎসাহ উদ্দীপনায় কাটছে ভ্রমণকারীদের প্রতিটি মুহূর্ত। পাহাড়ের উপর থেকে জাফলং এর জিরো পয়েন্টে নামার জন্য আগে সিঁড়ি ছিলোনা, এখন পর্যটকদের নামার সুবিধার্তে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করে দেয়া হয়েছে সিঁড়ি। বানিয়ে দেয়া হয়েছে ওয়াশরুম।
- ট্যাগ:
 - লাইফ
 - ভ্রমণ
 - পরিবর্তন
 - জাফলং
 - সিলেট জেলা