সৌদি ধনকুবেরের সঙ্গে বিচ্ছেদ রিয়ান্নার
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ১৪:২২
সৌদি ধনকুবের হাসান জামিলের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে মার্কিন সংগীত তারকা রিয়ান্নার। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টা আড়ালেই রাখতে চেয়েছিলেন দুজন। তারপরও পাপারাজ্জিদের কল্যাণে ২০১৭ সালে প্রথম তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ হয়। ইউএস উইকলির প্রতিবেদন অনুসারে, তাদের প্রেমের শুরুটা হয় ২০১৭ সালের জুন মাসে। ২০১৯ সালের অক্টোবরে খবর বের হয়, জামিল রিয়ান্নার বিষয়ে খুবই আন্তরিক। তারা দ্রুত একটা সিদ্ধান্তে আসতে চান। এরপর সম্প্রতি জানা গেল সম্পর্কের ইতি টেনেছেন তারা দুজন। ২০১৯ সালের জুন মাসে জামিলের…