![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F01%2F19%2Fyemen.jpg%3Fitok%3Do0aNPocQ)
হুতিদের হামলায় অন্তত ৬০ ইয়েমেনি সেনা নিহত
এনটিভি
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ১৩:৫০
ইয়েমেনের মারিব শহরে একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অনেকে। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে এ হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। সৌদি আরবের আল-আকবরিয়া টেলিভিশনে বলা হয়েছে, এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় দফায় হামলা ছাড়া প্রশিক্ষণ শিবিরের একটি মসজিদেও হামলা চালানো হয়। ওই মসজিদে সেনাসদস্যরা নামাজ পড়ছিলেন বলে জানা যায়। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ইরান সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে একটি যুদ্ধে লিপ্ত রয়েছি। আমরা দ