![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F01%2F18%2Fbeder-meye.jpg%3Fitok%3DbRSuciAZ)
না ফেরার দেশে ‘বেদের মেয়ে জোসনা’র প্রযোজক
এনটিভি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০, ২৩:৩৫
দেশের সিনেমার ইতিহাসে ব্যবসাসফল শীর্ষ সিনেমা ‘বেদের মেয়ে জোছনা।’ এ ছবির প্রযোজক আব্বাস উল্লাহ আজ শনিবার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ওই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার আব্বাস উল্লাহ নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আব্বাস উল্লাহ স্ত্রী-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আব্বাস উল্লাহ ছিলেন সিনেমার অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনন্দমেলা চলচ্চিত্রে’র একজন কর্ণধার। মতিউর রহমান পানুর সঙ্গে যৌথভাবে এ প্রযোজনা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন তিনি। আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে ‘বেদের