শিশুর গায়ে ছ্যাঁকা দিয়ে মরিচ দিলেন নার্স!
এনটিভি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০, ১৭:৪০
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় কাজ করত ১০ বছর বয়সী মালা। বাসায় আনা একটি মুরগি হারিয়ে যাওয়ায় মালার হাত বেঁধে, মুখে স্কচটেপ দিয়ে পশ্চাৎদেশে ও পায়ে গরম খুন্তির ছ্যাঁক দেন গৃহকর্ত্রী। এতেই ক্ষান্ত হননি ওই গৃহকর্ত্রী। ছ্যাঁক দেওয়া জায়গায় মরিচের গুঁড়া দিয়ে দেন তিনি। গৃহকর্ত্রী দিলারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স। গতকাল শুক্রবার মালা যাত্রাবাড়ীর কুতুবখালীর ওই বাসা থেকে পালিয়ে দনিয়ায় তাঁরই এক স্বজনের বাসায় আশ্রয় নেন, পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেই ভর্তি করা হয়। তবে গতকালের পর থেকে দিলারা নামের ওই নার্স পলাতক। মালার খালার দায়ের করা মামলায় দিলারার স্বামী
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশু
- মরিচ
- লোহার ছ্যাঁকা
- পটুয়াখালী