শিশু গৃহকর্মীর হাত-মুখ বেঁধে খুন্তির ছ্যাঁকা, দগ্ধ ক্ষতে মরিচের ডলা

সময় টিভি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০, ১৫:৫৩

‘কাকি আমারে মুরগির জন্য পুড়ায় দেছে। মুরগি বারান্দায় ছিলো। বারান্দা থেকে রগি হারায় গেছে আর দোষ পড়ছে আমরা। সবাইরে কইছে, আমি মাইরা ফালায় দিছি। এরপর কাকি আমরা মারছে। হাত বাইন্দা, মুখে টেপ মাইরা তারপর খুন্তি গরম কইরা গায়ে ছ্যাক দেছে। ছ্যাক দিয়ে আবার মরিচ লাগাই দেছে। যহন রক্ত বাইর হইছে তহন সবাইরে কইতে কইছে, ফোড়া হইছে। তা না অইলে আবার ছ্যাকা দেবে।’ এভাবেই নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিচ্ছিলো শিশু গৃহকর্মী মালা (১০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখন তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ৫ শতাংশ পুড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও