দেশি চা পাতার বাজারে ধস
বার্তা২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০, ০৭:১৪
চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আসা নিম্নমানের চোরাই চা পাতায় সয়লাব হয়ে গেছে বাজার। কঠোর পদক্ষেপ গ্রহণ করেও চোরাকারবারিদের নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। ফলে বড় ধরনের লোকসান গুণতে হচ্ছে বাগান মালিকদের। এতে করে দেশি চা পাতার বাজারে ধস নেমেছে। অনুসন্ধানে জানা যায়, চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় বছরখানেক ধরে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের চা পাতা বাংলাদেশে প্রবেশ করেছে। সম্প্রতি এর মাত্র আরও বেড়ে যায়। শীত মৌসুমে ঘন কুয়াশাকাকে কাজে লাগিয়ে প্রতি রাতেই ভারত থেকে অবৈধপথে বাংলাদেশ প্রবেশ করছে লাখ লাখ টাকার নিম্নমানের চা পাতা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যবসায় ধস
- চা পাতা