other sports: ভারতের আর এক টিন-সেনসেশন অংশু মালিক ৫৭ কেজি ক্যাটেগরিতে ভারতকে রুপোর পদক এনে দিয়েছেন। ৫৩ কেজি ক্যাটেগরিতে সোনা জয়ের পথে চিনের দুই কঠিন প্রতিপক্ষকে পর্যুদস্ত করেন ভিনেশ ফোগাট। ফাইনালে এলিজাবেথও তাঁর সামনে দাঁড়াতেই পারেননি। প্রতিপক্ষকে আক্রমণের কোনও সুযোগই তিনি দেননি।