![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/default/2017/03/22/100dcb23515b7836dedf72c88999c01b-58d262f8bd131.png?jadewits_media_id=null)
জন্ম তারিখ ভুল হলে অ্যাম্বাসিকে জানান
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ১৮:৩৮
নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোন আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়। সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোনে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন নাজমুল আলম। অনুষ্ঠানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে...