মোদী ভারতের নাগরিক কি-না জানতে চেয়ে পিটিশন

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ১৬:৫২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। বিক্ষোভ ছড়িয়েছে পূর্ব ও পুরনো দিল্লিসহ পুরো ভারতে। বিক্ষোভ দমন করতে বেশ কয়েকটি রাজ্যে ১৪৪ ধারা জারিও করা হয়। এরই মধ্য তথ্য অধিকার দপ্তরে পিটিশন দাখিল করে কেরালা রাজ্যের এক ব্যক্তি জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নাগরিক কি-না এবং তা হয়ে থাকলে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সেটি প্রমাণ করতে পারবেন কি-না। শুক্রবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৩ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের থ্রিসুর জেলার চালাকুদ্য এলাকার বাসিন্দা যোশি কাল্লুভিত্তিল তার পৌরসভার পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে তথ্য অধিকার (আরটিআই) আইনের প্রেক্ষিতে একটি অনুসন্ধানের আবেদন দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও