যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর আর্থ-সামাজিক অবস্থা বদলে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
সময় টিভি
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ১০:১৪
কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর কয়েক হাজার তরুণ-তরুণীর আর্থ-সামাজিক বাস্তবতা বদলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। তারা জানিয়েছেন, তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রিক বিদ্যার হাতে কলমে শিক্ষা সে দেশের তরুণদের বিপথে যাওয়ার হাত থেকেও রক্ষা করছে। আয়তনে বাংলাদেশের ১৬ গুণ বড়, খনিজ সম্পদে দুনিয়ার সব চেয়ে ধনী কিন্তু অর্থনীতিতে ঠিক তার উল্টো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দুই দশক ধরে দেড় শতাধিক মিলিশিয়া বাহিনীর হানাহানিতে বিধ্বস্ত এ দেশের যত্রতত্র প্রকট চরম দীনতার ছাপ। এ বাস্তবতায় মিলিশিয়াদের সঙ্গে লড়াই চালানোর পাশাপাশি কঙ্গোলিজদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে প্রত্যন্ত কয়েকটি এলাকায় কারিগরী শিক্ষা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা।