ভিডিও স্টোরি: প্লেবয় হিসেবে স্বীকৃতি পাওয়া কচ্ছপ - ডিয়েগো
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ০৯:৫১
ইকুয়েডরের দ্য গালাপোগাস দ্বীপে বৃহৎ কচ্ছপ প্রজাতি প্রায় বিলুপ্তির পথে বসেছিল। তাই প্রজাতিটি রক্ষায় ১৯৬০ এর দশকে সান্তা ক্রুজে কচ্ছপ প্রজনন কর্মসূচীর জন্য আনা ১৪টি পুরুষ কচ্ছপের মধ্যে ডিয়েগো একটি। যেটি প্লেবয় হিসেবে খ্যাতি অর্জন করেছে। কারণ এরই মধ্যে আটশত কচ্ছপ জন্ম দিয়েছে এটি।