মৃত্যুঘণ্টা এয়ারটেল-ভোডার? মেটাতেই হবে ₹৯২০০০ কোটি বকেয়া
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ২১:৫০
business news: সর্বোচ্চ আদালতে আবেদন খারিজ হওয়ায় সবথেকে বেশি ধাক্কা খেল এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। বস্তুত তাদের কাছে এটা মৃত্যুদণ্ডের সামিল। কেননা, এয়ারটেলকে ২১,৬৮২ কোটি টাকা এবং ভোডা-আইডিয়াকে ২৮,৩০৮ কোটি টাকা দিতে হবে সরকারকে। সেই তুলনায় মাত্র তিন বছর আগে বাণিজ্যিক পরিষেবা শুরু করার কারণে রিলায়েন্স জিওকে দিতে হবে মাত্র ১৩ কোটি টাকা!