‘অসুস্থ সন্তান জন্ম নেবে’ জেনেও দশ মাস গর্ভে রেখেছেন মা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ১৭:২৮
গর্ভকালীন ২৮ সপ্তাহের সময় চিকিৎসক তার মাকে বলেছিলেন বাচ্চাটি নষ্ট করে ফেলতে। কারণ বাচ্চাটির সঠিক বিকাশ সম্ভব নয়, সে জন্ম নিলেও সুস্থভাবে বাঁচবে না। তবুও নিজের জীবন বাজি রেখে সেই মা সন্তানকে পেটে রেখেছেন শেষ পর্যন্ত। বাচ্চাটি ঠিকই নির্দিষ্ট সময় পর জন্মায়। তবে আর পাঁচটি স্বাভাবিক শিশুর মতো নয়। আজ সেই বাচ্চাটির বয়স আট বছর। নাম তার এফিয়া আয়েয়ি। এই মা ও মেয়ের বসবাস ঘানার কেপ কোস্টে। অস্টিওজেনেসিস রোগে আক্রান্ত সে। তার শরীরের হাড়গুলো খুবই নরম। এজন্য হাঁটা চলা তো দূরের কথা সামান্য হাত নাড়ালেই হাড়গুলো ভেঙে যায়। চিকিৎসকের মতে, তার শরীরের হাড়গুলো বিকশিত হয়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সন্তান জন্ম
- অসুস্থ শিশু