![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/16/bc18cb74137311412ed7d825aceef126-5e20397eda9ae.jpg?jadewits_media_id=1501348)
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় দুই ঘণ্টা ফেরি চলেনি
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ১৬:২২
কুয়াশার কারণে আজ বৃহস্পতিবারও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দুই ঘণ্টার বেশি ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার সকালে এই নৌপথে কুয়াশার কারণে চার ঘণ্টার মতো ফেরিসহ নৌযান চলাচল বন্ধ থাকে। এতে উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। দুর্ভোগে পড়েন যাত্রীরা। আজ বেলা ২টা পর্যন্ত দৌলতদিয়ার তিন কিলোমিটার সড়কে যানবাহনের সারি ছিল। আজ ভোর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়লে ভোর ছয়টা থেকে...