![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/16/3f1dd1809cc33243ce577039844855ed-5e20230a3c50c.jpg?jadewits_media_id=1501324)
প্রথম ঝলকে আলিয়া ভাট
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ১৪:৪৫
করণ জোহরের শিক্ষার্থী হিসেবে বলিউডে পথচলা শুরু হয় আলিয়া ভাটের। তখন কেবল গ্ল্যামার চরিত্রেই দেখা গেছে তাঁকে। করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার কিংবা শশাঙ্ক খেইতানের বদ্রিনাথ কি দুলহানিয়া—এসব ছবিতে ঝলমলে চরিত্রেই দেখা গেছে আলিয়াকে। কিন্তু ধীরে ধীরে নিজেকে তুলে ধরেছেন মহেশ ভাটকন্যা। মেঘনা গুলজারের রাজি, জোয়া আখতারের গালি বয়এর মতো ছবি এর প্রমাণ। এবার মুক্তি পেল সঞ্জয় লীলা বানসালি...