কাশ্মীরে তুষারধস : ১৮ ঘণ্টা পর তুষারের নিচ থেকে উদ্ধার শিশু
এনটিভি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ১৪:৫৫
মেয়েকে জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন সামিনার মা শাহনাজ বিবি। বার্তা সংস্থা রয়টার্সকে শাহনাজ বলেন, ‘আমরা বরফ গড়িয়ে পড়ার কোনো শব্দই পাইনি। চোখের পলকে পুরো ব্যাপারটি ঘটে গেল।’ তুষারধসের নিচে ১৮ ঘণ্টা আটকে থাকার পর জীবন্ত উদ্ধার করা হলো ১২ বছরের সামিনা বিবিকে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বাড়ি সামিনাদের। সামিনার মা শাহনাজ বিবি জানান, তাঁদের বাড়ির ওপর আছড়ে পড়েছিল বিপুলাকায় হিমবাহ। তাতে বরফের নিচে চাপা পড়ে সামিনাদের বাড়ি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় গত সোমবারের তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪। এখনো উদ্ধারকাজ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। তুষারের মধ্
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তুষারপাত
- অলৌকিক ঘটনা
- তুষার ধস