বিদায়ের সুর বাজছে বঙ্গবন্ধু বিপিএলের। ৩৭ দিনে ৪৬ ম্যাচ শেষে কাল সমাপ্তি ঘটছে এবারের বিপিএল-উৎসবের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া বিশেষ এ বিপিএলে জমজমাট ম্যাচের সংখ্যা কম হলেও পয়েন্ট তালিকায় দলগুলোর মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, টুর্নামেন্টে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ধারাবাহিক ভালো খেলা খেলোয়াড়ের সংখ্যাটা নেহাত কম নয় বলেই এবার টুর্নামেন্ট সেরা কে হচ্ছেন, সেটি চট করে অনুমান করা কঠিন! ম্যাচ সেরার পুরস্কার কার হাতে উঠবে, টুর্নামেন্ট সেরা কে হবেন—এটি ঠিক করার দায়িত্ব সম্প্রচার কর্তৃপক্ষের। আর সম্প্রচারকারী প্রতিষ্ঠান বাছাইয়ের দায়িত্ব দিয়ে থাকে ধারাভাষ্যকরদের। ধারাভাষ্যকর আতহার আলী খান কাল জানালেন, টুর্নামেন্ট সেরার নাম জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। ছয়বারের তিনবারই টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি অলরাউন্ডার। বিপিএলে টুর্নামেন্টসেরার পুরস্কার জয়ে অবশ্য অলরাউন্ডারদেরই জয়জয়কর অবস্থা! আগের ছয় বিপিএলের পাঁচবারই ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন কোনো না কোনো অলরাউন্ডার। সাকিবের কথা তো বলাই হলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.