আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় ভারত
বার্তা২৪
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ১৬:১৮
পেঁয়াজ সংকটে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছে ভারতের মোদি সরকার। কিন্তু পেঁয়াজের সমস্যা সমাধান ও রাজ্যগুলো পেঁয়াজ নিতে মুখ ফিরিয়ে নেওয়ায় এ পেঁয়াজ বাংলাদেশকে নিতে বলছে দেশটির ক্ষমতাসীন সরকার। দেশটির ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা প্রিন্ট। দ্যা প্রিন্ট তাদের প্রতিবেদনে জানায়, গত সোমবার কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশি হাইকমিশনার রকিবুল হককে এ প্রস্তাব দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বিভিন্ন দেশের সঙ্গে পেঁয়াজ আমদানি নিয়ে যে চুক্তি হয়েছে সেখানে ভারত ৩৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছে। আর ১২ জানুয়ারির মধ্যে ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।