আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসর। সে বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে বাংলাদেশ যুব দল। তারা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি (শনিবার)। বিশ্বকাপের মূল টুর্নামেন্টের খেলা শুরুর আগে এখন চলছে প্রস্তুতি পর্ব। গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক টাই করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ (বুধবার) টাইগার যুবাদের প্রতিপক্ষ নিউজল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচ শুরুর আগের আইসিসির সোশাল মিডিয়া বিভাগ কর্তৃক আয়োজিত বিনোদনমূলক অনুষ্ঠান ক্রিকেট শ্রেডে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের তিন যুবা- অধিনায়ক আকবর আলি, বাঁহাতি ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ও মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু। এই অনুষ্ঠানে তাদের নামতে হয়েছিল অনুকরণ করার খেলায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.