আকাশে রঙিন ঘুড়ির মেলা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ০১:৩৭

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তেমনি এক পার্বণ পৌষসংক্রান্তি। পুরান ঢাকাবাসীর কাছে এ উৎসবের নাম সাকরাইন। পৌষের শেষ ও মাঘের প্রথম দিন আকাশ চলে যায় রঙবেরঙের ঘুড়ির দখলে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই পাল্টে যায় আয়োজনের রূপ। ঘুড়ি ছেড়ে ঢাকাবাসীর হাতে ওঠে আতশবাজি আর ফানুস। উচ্চতালে গানবাজনার সঙ্গে মধ্যরাত পর্যন্ত চলে আলোর খেলা। পৌষসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রচলন বহু আগের, সেই মুঘল আমল থেকে। বলা হয়ে থাকেÑ ১৭৪০ সালে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে এই ঘুড়ি উৎসবের সূচনা। পুরান ঢাকার অধিবাসীরা আজও…

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও