‘ফেলনা’র বেঁচে থাকার গল্প

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৯

কে বা কারা ফেলে দিয়ে যায়। প্রচণ্ড ঠাণ্ডায় জবুথুবু। শিশির পড়ে ভিজে গেছে শরীর। হয়তো সহ্যহীন ‘যন্ত্রণা’ কিংবা মায়ের খোঁজে কান্না! যে কান্নায় স্বজনের মন গলেনি সেই কান্না হৃদয় ছুঁয়ে যায় দুই শিশুর। এভাবেই শুরু হয় নবজাতকের বেঁচে থাকার গল্প। কলাগাছে ঝোঁপ থেকে হাসপাতালের বিছানায়। এক টুকরো কাপড়ের বদলে নতুন পোশাক। কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দেয়নি। পাখি ধরার ফাঁদ পাততে ১০-১২ বছরের দুই শিশু বালুর মাঠ ধরে হেঁটে যাচ্ছিল। কানে আসে কান্নার শব্দ। কলাগাছের ঝোঁপে গিয়ে দেখা মেলে নবজাতকের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও