kolkata news: জানা গিয়েছে, আহত সৌরজিতের বাড়ি হাওড়ার শ্যামপুরে। স্কুলে স্পোর্টস চলার সময়ই ঘটে এই দুর্ঘটনা। পাশের মাঠে জ্যাভেলিন থ্রো চলার সময়ে বর্শাটি ছিটকে এসে, সোজা তার মাথায় ঢুকে যায়। পিজি-তে আনা হয় সন্ধ্যায়। ঘণ্টা দেড়েকের অপারেশনে বের করা হয় মস্তিষ্কে ঢুকে যাওয়া বর্শাটি।