‘ভুয়া পরোয়ানার’ চক্করে ৬৮ দিন
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০, ১১:০০
একের পর এক মামলা দেখিয়ে এক কারাগার থেকে অন্য কারাগার এবং এক আদালত থেকে অন্য আদালতে হাজির করা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেন অবশেষে মুক্তি পেয়েছেন। পৃথক পাঁচটি জেলার পাঁচ মামলায় তাঁর বিরুদ্ধে ‘পরোয়ানা’ জারির সত্যতা পাওয়া যায়নি। আটক করার ৬৮ দিন পর হাইকোর্টের আদেশে ৬ জানুয়ারি মুক্তি পেয়েছেন তিনি।