চাঁদাবাজির মামলায় জেএসএসের ৮ শীর্ষ নেতা কারাগারে
এনটিভি
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০, ২২:১৫
বান্দরবানে চাঁদাবাজির মামলায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) আট শীর্ষ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের একজন একটি এবং শহরের উজানীপাড়ার এক ব্যক্তি দুটি চাঁদাবাজির মামলা করেন জনসংহতি সমিতির ওই নেতাদের বিরুদ্ধে। তাঁরা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করে অভিযোগপত্রভুক্ত আট আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের