গণবিক্ষোভ থেকে ইরানের নেতাদের পদত্যাগের আহ্বান
কালের কণ্ঠ
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০, ২০:৪৭
ইউক্রেনের সেই বিমান বিধ্বস্তের পেছনে ইরানের হাত রয়েছে জানার পর গতকাল শনিবার থেকেই বিক্ষোভ হচ্ছে ইরানে। আজ রবিবারও দ্বিতীয় দিনের মতো গণবিক্ষোভ চলছে ইরানে। সেই বিক্ষোভ থেকে ইরানের উচ্চপদস্থ নেতাদের পদত্যাগের আহ্বান জানানো হয়। গণবিক্ষোভের জেরে নজিরবিহীন চাপে পড়েছে ইরান প্রশাসন। জানা গেছে, বিক্ষোভ দমনের জন্য দাঙ্গা পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তেহরানে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে ভালি-ই আশার স্কয়ার এবং বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে সেনাবাহিনী বেশি সংখ্যক মোতায়েন রাখা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, গত ৮ জানুয়ারি ইউক্রেনের বিমানটি বিধ্বস্তের ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানের।