![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/01/11/144437_bangladesh_pratidin_news-pic-(2)-11_01.jpg)
৩২ বছর ধরে বিছানায় বড় ভাই, ৫ বছর ধরে শিকল বন্দী ছোট ভাই
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ১৪:৪৪
জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘ ৩২ বছর ধরে এক বিছানায় দিন কাটছে বড় ভাই খোরশেদ আলমের। এদিকে, তার ছোট ভাই মোরশেদ আলম মানসিক প্রতিবন্ধী হওয়ায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তাকে ৫ বছর ধরে শিকল বন্দী করে বেঁধে রাখা হয়েছে। এ দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন লক্ষ্মীপুরের এক হতদরিদ্র পরিবার।