![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/11/99f47a7f97603f829dcc4ef0fcceae29-5e197a70e0ee5.jpg?jadewits_media_id=1499916)
ভীষণ রোমাঞ্চিত জ্যাকুলিন
প্রথম আলো
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ১৩:৩২
নতুন উদ্যম নিয়ে শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। গেল বছরটা একেবারেই ভালো কাটেনি এই লঙ্কান রূপসীর। এ বছরের শুরুতেই জানালেন একটি সুখবর। জন আব্রাহামকে সঙ্গী করে পর্দায় আসছেন তিনি। পেশাগত দিক থেকে বেশ টালমাটাল অবস্থা জ্যাকুলিন ফার্নান্দেজের। গত বছর বড় পর্দায় তিনি ছিলেন মাত্র একটি ছবিতে। সেটাও কেবল সাহো ছবির একটি গানে। এ ছাড়া নেটফ্লিক্সের ছবি ড্রাইভ-এ সুশান্ত সিং রাজপুতের সঙ্গে...