![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019December/sm/jashore-lati-2-bg20200111094257.jpg)
যশোরে কচুর লতি চাষে বিপ্লব
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ০৯:৪২
যশোর: যশোরে কচুর লতি চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। তুলনামূলক শ্রম ও খরচে অধিক লাভ হওয়ায় কচুর লতি চাষে আগ্রহী হয়ে উঠছে এ অঞ্চলের কৃষকরা। এ লতি চাষে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছাই। এতে করে ফলনও হচ্ছে বেশি। এরই মাঝে স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে যশোরের কচুর লতি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- কচু
- চাষ
- যশোর