You have reached your daily news limit

Please log in to continue


শুভ জন্মদিন রুনা খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কয়েক দশক ধরে অভিনয় করেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। ক্যারিয়ারের দারুণ সময় পার করেছেন ২০১৯ সালে। হালদা সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। আজ (১১ জানুয়ারি) তার জন্মদিন। জাগো নিউজের পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা। রুনা খানের শৈশব কাটে টাঙ্গাইল শহরে। ১৯৯৮ সালে তিনি ঢাকা আসেন। তার পিতা ছিলেন সরকারি চাকুরিজীবী। তিনি তার পিতামাতার বড় সন্তান। ২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নাম গোত্রহীন’ মঞ্চ নাটকে অভিনয় করেন। পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও নির্দেশনা দিয়েছেন ঊষা গাঙ্গুলী। এছাড়া রুনা খান আসাদুজ্জামান নূর নির্দেশিত নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চ নাটকে অভিনয় করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন