আসছে বড় শৈত্যপ্রবাহ
কথায় বলে মাঘের শীতে বাঘ পালায়। শীত ঋতুর দুই মাসের প্রথম মাস পৌষ ফুরিয়ে দোরগোড়ায় মাঘ। আর এই মাসটিতেই দেশজুড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। পৌষে বয়ে যায় তিন দফা মাঝারি শৈত্যপ্রবাহ। আর মাঘের প্রথম দিকে অর্থাৎ চলতি জানুয়ারির মধ্যপর্বে বয়ে যেতে পারে বড় শৈত্যপ্রবাহ। তার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়াতে পারে ঠান্ডার মাত্রা। এমনই বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। গত ডিসেম্বরের মাঝামাঝি শীতের প্রকোপ শুরু হয়। তাপমাত্রা নামতে নামতে দেশের কোথাও কোথাও তা এসে ঠেকে ছয়য়ের ঘরে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় উত্তরের অনেক জনপদেই স্থবির হয়ে পড়ে জনজীবন। রাজধানী ঢাকার মানুষও বাদ যায়নি ঠান্ডার প্রকোপ থেকে। প্রচণ্ড শীত ও শৈত্যপ্রবাহে ভোগান্তি নেমে আসে। তাছাড়া ঠান্ডাজনিত অসুখবিসুখও বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে গতকাল থেকেই দ্বিতীয় দফায় বেড়েছে শীতের প্রকোপ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আসছে
- শৈত্যপ্রবাহ
- আবহাওয়া অধিদফতর
- ঢাকা