মাছের মতো মানুষের কৃত্রিম ফুলকা উদ্ভাবন
বণিক বার্তা
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০, ১৯:০২
জাপানের বায়োমিমিক্রি (প্রকৃতিকে অনুকরণ) ডিজাইনার জুন কামেই মানুষকে উভচর প্রাণিতে পরিণত করার উচ্চাভিলাসী এক প্রকল্প হাতে নিয়েছেন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এমন একটি থ্রিডি-প্রিন্টেড ‘পোশাক’ ডিজাইন করেছেন যা ফুলকা (জলচর প্রাণির শ্বাসযন্ত্র) হিসেবে কাজ করে। তিনি বিশ্বাস করেন, এই ডিভাইসটির সাহায্যে পানির নিচে শ্বাস-প্রশ্বাস চালাতে মানুষের সমস্যা হওয়ার কথা নয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উদ্ভাবন
- কৃত্রিম অঙ্গ