কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় প্যারেড গ্রাউন্ডে উৎসবের আমেজ

বার্তা২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০, ১৬:৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে নানা রঙে সেজেছে জাতীয় প্যারেড গ্রাউন্ড। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টা থেকে শুরু হচ্ছে ক্ষণ গণনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার ঘোষণা করবেন। এরপরই চালু হবে দেশের বিভিন্ন স্থানে বসানো ক্ষণগণনার ৮৩টি ঘড়ি। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত 'মুজিব বর্ষ' ঘোষণা করেছে সরকার। বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে 'মুজিব বর্ষ' উদযাপন শুরু হলেও ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তার ক্ষণগণনা। ২৯০ দিন পাকিস্তানের কারাগারের থাকার পর, মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লী হয়ে ১৯৭১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসার ঐতিহাসিক এই দিনটিতে তাঁর জন্ম শতবার্ষিকীর ক্ষণগনণাও শুরু হচ্ছে। বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। ক্ষণগনণার মুহূর্তটি সাজানো হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি শেখ মুজিবকে বহনকারী উড়োজাহাজটি এখানেই অবতরণ করেছিল। সেজন্যই প্রতীকী একটি উড়োজাহাজ অবতরণের বিষয়টি যুক্ত করা হয়েছে। বিকাল ৪টা ৩৫মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী উড়োজাহাজ (সি-১৩০জে) অবতরণ করে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও