![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/10/161c8903d61cceade8eec0caf792efed-5e18133852cdd.jpg?jadewits_media_id=1499621)
শুরু হচ্ছে ‘ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস’
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০, ১১:৫৯
দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস। থিংক, হ্যাক, সলভ স্লোগানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প বা স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়ার উদ্যোগে এ হ্যাকাথন আয়োজিত হচ্ছে।