নির্ভয়া মামলার অন্যতম দোষী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে আসামিদের পক্ষ থেকে শেষ আইনি প্রচেষ্টা এটি। ভারতের সুপ্রিম কোর্ট দু'দিন আগেই ফাঁসির সাজা শুনিয়েছে চার ধর্ষককে। ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি কার্যকরের আদেশ দেয়া হয়।